গণপরিবহন সেক্টরের দায়িত্ব উঠেছে যাদের হাতে

Passenger Voice    |    ০৩:৪২ পিএম, ২০২৪-০১-১৩


গণপরিবহন সেক্টরের দায়িত্ব উঠেছে যাদের হাতে

মোঃ জয়নাল আবেদীন: বিএনপি ও সমমনা দলগুলোর অংশগ্রহণ ছাড়াই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এরমধ্যে সব আসনের নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের পর সবোর্চ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর তৃতীয় স্থানে ১১ টি আসন পেয়েছেন জাতীয় পার্টি ও জাসদ পেয়েছেন ১ টি আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয় ।সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রীসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল করা হয়েছে। এসব রদবদলে তালিকা থেকে বাদ পড়েছেন অনেক আলোচিত নেতারা।

বাংলাদেশে ৩৭ সদস্য মন্ত্রীসভা গঠনের মাধ্যমে গণপরিবহন সেক্টরের দায়িত্ব যাচ্ছে কাদের হাতে ? 

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করা হলেও কে কোন দায়িত্ব পাচ্ছেন সেটি এখনো প্রকাশ করা হয়নি।তবে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক সূত্র ধরে দপ্তর বন্টনের সম্ভাব্য কিছু তথ্য পাওয়া গেছে।

বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন।তিনি স্ব দপ্তরে বহাল থাকছেন। এ ছাড়া দেশের আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল করা হয়েছে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনের পরিবর্তনে নতুন মন্ত্রিসভায় রেল মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন মোঃ জিল্লুল হাকিম।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মন্ত্রী পরিষদ গঠনে প্রবীণদের পাশাপাশি চমক হিসেবে রাখছেন নতুনদের।একই সাথে  নতুন মন্ত্রিসভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেদায়িত্ব পাচ্ছেন মোঃ খালিদ মাহমুদ চৌধুরী।

এছাড়া আকাশপথে অথ্যাৎ বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মুহাম্মদ ফারুক খান। এর আগে দেশের এই গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন  এডভোকেট মাহবুব আলী। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিপক্ষে পরাজিত হয়।

প্যা/ভ/ম